দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক ভাঙার ফরমান মেট্রো কর্তৃপক্ষের,তুঘলকি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা বলে সরব মহানাগরিক
Metro authorities order to demolish skywalk of Dakshineswar temple,

The Truth Of Bengal: মেট্রো চলাচল মসৃণ করার নামে দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক ভেঙে ফেলতে বলছে মেট্রো কর্তৃপক্ষ। এই অভিযোগ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদের সাফ জবাব, মেট্রো কর্তৃপক্ষকে জানিয়ে স্কাইওয়াক করার পরেও কেন এই ফরমান দেওয়া হচ্ছে ? যেখানে রাজ্যের ৬০কোটি টাকা খরচ হয়েছে সেখানে কেন এই তুঘলকি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ? রামকৃষ্ণের সাধনভূমির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এই স্কাইওয়ার্ক নিয়ে কেন চাপ সৃষ্টি করা হচ্ছে প্রশ্ন মহানাগরিকের।
মেট্রো চলাচল নির্বিঘ্ন রাখতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভেঙে ফেলার কেন্দ্রীয় প্রস্তাব আবার শোরগোল ফেলল।.কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা অবিচ্ছিন্ন রাখতে দক্ষিণেশ্বরে প্লাটফর্ম সম্প্রসারণের জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রেন চলাচল মসৃণ করতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পিছনে লাইনের দৈর্ঘ্য আরও ৯০ মিটার বাড়াতে চায় মেট্রো কর্তৃপক্ষ। আর তার জন্য স্টেশনের পিছনে দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াকের একটি অংশ ভেঙে জায়গা চেয়ে রাজ্যের কাছে প্রস্তাব দিয়েছে কেন্দ্র। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য ভাঙতে হবে স্কাইওয়াকের একাংশ। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
মন্ত্রীর প্রশ্ন,
- স্কাইওয়াকের নক্সা অনুমোদন করার পরেও কেন মেট্রোর জেদাজেদি ?
- রেল প্রশাসনই তো স্কাইওয়ার্ক তৈরির নো অবজেকশন সার্টিফিকেট দেয়
- স্কাইওয়াক নিয়ে আপত্তি থাকলে প্রথমেই বলতে পারত রেল দফতর
- রাজ্য ৬০ কোটি টাকা ব্যয়ে স্কাইওয়াক নির্মাণের পর কেন তুঘলকি আচরণ ?
- কেন্দ্রের রেল মন্ত্রকের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ পুরও নগরোন্নয়ন মন্ত্রী
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, তুঘলকি আচরণ করছে মোদি সরকার। এত টাকা খরচ করে স্কাইওয়াক বানিয়েছি, এখন ওঁরা বলছে ভেঙে দিতে হবে কেন ?
স্কাইওয়াক তৈরির সময়ই মেট্রোর কাছ থেকে জায়গা ও নকশা নিয়ে ছাড়পত্র নেওয়া হয়েছিল বলে পরিষ্কার করে দেন ফিরহাদ হাকিম। বলেন, আগে যখন আমরা স্কাইওয়াকের প্ল্যানিং পাঠিয়েছিলাম, তখনই কেন বলল না জায়গা লাগবে? মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বসেই তো স্কাইওয়াকের নকশা বানানো হয়েছিল। এখন হঠাৎ করে যে কথা বলা হচ্ছে তাতে ভক্ত সহ স্থানীয় মানুষের অসুবিধা হবে।মেট্রো যে প্ল্যান পাঠিয়েছে, তাতে দক্ষিণেশ্বর মন্দিরে মানুষ বা গাড়ি ঢুকতে পারবে না। জায়গা কমে রাস্তায় যানজট তৈরি হবে। জেনেবুঝে কেন রামকৃষ্ণ পরমহংসদেবের ঐতিহ্যবাহী এই জায়গায় ভাঙা হবে স্বপ্নের স্কাইওয়াক। বাংলার ধর্মস্থানের এই দৃষ্টিনন্দন স্কাইওয়াক বাঁচিয়ে মেট্রো তার সম্প্রসারণ প্রকল্প নিক,চাইছেন ধর্মপ্রাণ মানুষও।
Free Access