কলকাতা

ফের ঊর্ধ্বমুখী হবে পারদ, বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যজুড়ে

Mercury will rise again, no chance of rain across the state

Truth Of Bengal : গত সপ্তাহে পারদ কমায় স্বস্তিতে ছিল নাগরিক। তবে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহেই পারদ বাড়বে, একলাফে জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে বলে আভাস হাওয়া অফিসের। চলতি সপ্তাহে বঙ্গজুড়ে নেই বৃষ্টির সম্ভাবনা।

ভরা চৈত্রেও ঝড় বৃষ্টির জেরে হালকা হালকা শীতের আমেজ ফিরছিল বঙ্গ জুড়ে। তবে সপ্তাহের প্রথম দিন থেকেই অর্থাৎ সোমবার থেকেই ফের আবহাওয়ার বড়সড় বদলের সম্ভাবনা। সপ্তাহের শুরু থেকেই বাড়তে পারে গরম। সেই গরমের পারদ চড়তে চড়তে কাজে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হারিয়ে যাবে তা বলাই বাহুল্য।

সোমবার থেকে দক্ষিণের একাধিক জেলায় ফের হাওয়া বদল এর সম্ভাবনা। উপকূলের দুই জেলা যেমন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের বাকি জেলায় আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ফির তাপমাত্রা বাড়বে দক্ষিণের একাধিক জেলায়। একলাতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে।

শহরে আজ থেকেই বাড়তে পারে তাপমাত্রা। আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা শহরে। বড় ধীরে ধীরে চলতে সপ্তাহেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জোরে কলকাতা তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ছিল। যদিও ফের একবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানালেও হাওয়া অফিস।

উত্তরের একাধিক জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কম ছিল। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles