আগামী ৫ দিনে বাড়বে পারদ , উত্তরে জারি থাকবে বৃষ্টি
Mercury to rise in next 5 days, rain to continue in north

Truth Of Bengal : আগামী ৫ দিনের মধ্যে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। দক্ষিণের জেলা গুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ বাড়ার সম্ভাবনা। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে চলবে বৃষ্টিপাত। তবে শুক্রবারের পর থেকে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির ধারা কমবে বলে জানা গেছে।
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই গোটা রাজ্যজুড়ে পালিত হবে বসন্ত উৎসব। আকাশে বাতাসে এখন থেকেই লেগে গেছে বসন্তের ছোঁয়া, আর এই পরিস্থিতিতে কেমন থাকবে আবহাওয়া? রাতের দিকে শহর ও দক্ষিণের জেলাগুলিতে হালকা শীত ভাব অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই শীতের আমেজ ক্রমশ হ্রাস পাচ্ছে। বেলা বাড়তেই ঝলসানি রোদের দাপটে শরীর রীতিমত অস্থির করছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে চলতি মাসে শেষের দিকে বঙ্গের তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল গত ২ দিনে দক্ষিণ এবং শহরের তাপমাত্রা খানিকটা হ্রাস পেলেও আগামী কয়েক দিনে পারদ ফের ঊর্ধ্বমুখী হবে। আর সেই মতো সোমবার থেকেই পারদ ঊর্ধ্বমুখী হতে দেখা গেল শহর সহ দক্ষিণের জেলাগুলিতে। পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। একই সঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
তবে দক্ষিণের তাপমাত্রা বৃদ্ধি পেলেও, বৃষ্টি যেন পিছু ছাড়ছেনা উত্তরবঙ্গে। বিগত কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে নেই বৃষ্টির সম্ভাবনা। তবে ধীরে ধীরে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।