বুধবার থেকে ঊর্ধ্বমুখী পারদ, উত্তরের জেলায় বৃষ্টির সম্ভাবনা
Mercury to rise from Wednesday, rain likely in northern districts

Truth Of Bengal : সতাহান্তেই ফের ফিরছে গরম। বুধবার থেকেই চড়তে শুরু করবে পারদ। ধীরে ধীরে প্রত্যেকদিন করে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে বঙ্গে। আগামী কয়েকদনের মধ্যে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহ যাওয়ার পরেই এপ্রিল মাসের প্রথম দিক থেকেই তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে তেমন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উপরন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে যাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এর কাছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার পর্যন্ত রাত এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচেই ছিল। তবে বুধবার থেকে ফের হাওয়া বদল এর সম্ভাবনা। বুধবার সকাল থেকেই গরমের দাপট বোঝা যাচ্ছে। গরমে অস্বস্তিও শুরু হয়েছে। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯২ শতাংশ। এবারের গরম যে রেকর্ড গড়তে চলেছে, তা আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দিন এবং রাতের তাপমাত্রা ব্যবধান বাড়তে শুরু করেছে আজ থেকেই দিনের চড়া রোদে ঝলসে যাচ্ছে সবকিছু।
দক্ষিণে কোন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সেই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের তিন জেলায়। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-এ আগামী রবিবার এবং সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।