কলকাতা

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুকে সাহায্যের হাত মেয়রের

Mayor helps child suffering from incurable disease

Truth Of Bengal: রাজারহাটের আদ্রিতিকে দুরারোগ্য রোগের চিকিৎসায় দু লক্ষ টাকা চেক দিয়ে সহযোগিতা করল চেতলার মসজিদ কমিটি। আদ্রিতি মণ্ডলের পাশে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম চেক তুলে দিলেন আর আদ্রিতির মা, সীমা মন্ডল এর হাতে। মেয়র ফিরহাদ হাকিম আমেরিকার ওষুধ কোম্পানি কেও অনুরোধ করেছেন আদ্রিতিকে সহজমূল্যে সেই ওষুধ দেওয়ার জন্য।

রাজারহাটের বাসিন্দা আদ্রিতি মণ্ডল বিরল স্নায়ু রোগ নিয়ে গত তিন মাস ধরে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এ ভেন্টিলেশনে রয়েছে। আমেরিকার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা একমাত্র এই রোগের ইনজেকশন তৈরি করে। যে ইনজেকশনের দাম ৮ কোটি টাকা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। চেতলার  মসজিদের ওয়াকফ কমিটি থেকে কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম মসজিদ ওয়াকফ কমিটির “মতোয়ালি” হিসেবে ওই পরিবারের হাতে দু লক্ষ টাকা র চেক তুলে দিলেন।

ফিরহাদ জানালেন, একটি বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এখানে ধর্ম কোন বিষয় নয় মনুষ্যত্বই আসল। তিনি আরো জানালেন আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে ইমেইলের মাধ্যমে একটি আবেদন করেছেন তিনি। যদি কোন ভাবে ওই ইঞ্জেকশনের দাম কমানো যায়। তারা জানিয়েছে বিশ্বব্যাপী একটি লটারি সিস্টেমের মাধ্যমে তারা চেষ্টা করবেন।

আদ্রিতি মণ্ডলের  মা সীমা মন্ডল জানালেন, মনুষ্যত্বই  হল আসল। অনেকেই এগিয়ে আসছেন , তবে এখনো অনেক বাকি। তার মেয়ের মুখের হাসি এখনো আছে। তা যেন চিরজীবনের জন্য থাকে তার জন্যই সকলের কাছে সাহায্য চাইছেন তিনি।

Related Articles