কলকাতা

মেয়র ফিরহাদ হাকিমের হাত ধরে খুলে গেল মহানগরীর নয়া চমক ‘সৌর গম্বুজ’

Mayor Firhad Hakim opens the city's new wonder, 'Solar Dome'

Truth Of Bengal: নিউটাউনের মূল আকর্ষণ ইকোপার্কের মধ্যে গড়ে উঠেছে সৌর গম্বুজ। চারিদিকে জলধারা আর মাঝখানে থাকছে এই গম্বুজটি। গগনচুম্বী এই গম্বুজটি সোলার প্যানেল দিয়ে মোড়া হয়েছে। যারা এখানে ঘুরতে এসেছেন তাদের প্রত্যেকেই এটা দেখে মুগ্ধ হয়েছেন। এই ইকো পার্কের খ্যাতি শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নেই। সারা দেশের পর্যটন মানচিত্রে এতি একটি পরিচিত নাম।

ইকো-পার্কের প্রকৃতি তীর্থের ভিতরে ‘ধামসা ট্রাইবাল’ যা খুবই পরিচিত, ঠিক এর পাশেই গড়ে উঠেছে এই সৌর গম্বুজটি। এই গম্বুজটির উচ্চতা ৭ থেকে ৮ তলা বাড়ির সমান। ইতিমধ্যেই যে সমস্ত ভ্রমণপিপাসু মানুষ ইকো পার্কে ঘুরতে এসেছেন তাদের প্রত্যেকের কাছে এটা একটা কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। তাদের কৌতূহলের অবসান ঘটানোর জন্য হিডকো কর্তৃপক্ষের তরফে এই সোলার গম্বুজের ডোমটি খুলে দেওয়া হচ্ছে।

সামনেই রয়েছে শীতের মরশুম, আর এই মরশুমেই প্রচুর মানুষ যারা ইকো পার্কে ঘুরতে আসেন। তাদের কথা মাথায় রেখেই হিডকো কর্তৃপক্ষের এই সৌর ডোমের গেটটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টের সময় হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের হাত ধরে খুলে গেলো সৌর ডোমের গেট। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, হিডকো, নগরোন্নয়ন দপ্তরের সহযোগিতায় সুইজারল্যান্ডের নামি প্রতিষ্ঠানের পরামর্শে এই গম্বুজটি তৈরি করা হয়েছে।

বিশ্ব উষ্ণায়নের সময় পড়ুয়া ও দর্শনার্থীদের এই বিষয়ে পাঠ দেওয়ার উদ্দেশ্যেই এই গম্বুজটি তৈরি করা হয়েছে। ২০১৯ সাল থেকে গম্বুজটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। লোহার কাঠামো, কাঁচ, সোলার প্যানেল দিয়ে তৈরি এই গম্বুজটি। এখানে ২০০০ সোলার প্যানেল রয়েছে। এই সোলার প্যানেলগুলি থেকে প্রত্যেক দিনই ১৮০ কিলোওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হবে। এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তা দিয়ে পাখা, লাইট, কম্পিউটার সব কিছুই চলবে।

হিডকোর আধিকারিকদের তরফে জানানো হয় আগামী প্রজন্মকে রক্ষা করতে উন্নতশীল দেশগুলোকে সৌর, বায়ু, গোবর এই সব শক্তির ব্যবহার করতে হবে। এই রাজ্যের মানুষের এই সব বিকল্প শক্তিতে উৎসাহ বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে এর ভিতরে থাকবে গ্যালারি, স্ক্রিন-প্রজেক্টর, সেমিনার হল, প্ল্যানেটরিয়াম, মেরিন একোয়ারিয়াম, ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট প্রভৃতি।

Related Articles