শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালের পদত্যাগ চেয়ে বড়সড় আন্দোলন, কুশপুতুল দাহ
Massive movement demanding resignation of Governor over molestation issue, Kushputul Dah

The Truth Of Bengal: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে উত্তাল শহর কলকাতা। তার বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগ করেন থানায়। পাশাপাশি দিল্লির এক নর্তকিও রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান। এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং রাজ্যপালের পদত্যাগের দাবিতে শহর কলকাতা উত্তাল হল। শুক্রবার তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংঘটিত হয় শহরে। ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। রাজভবনের গেটের বাইরে আন্দোলনকারীরা তীব্র প্রতিবাদে গর্জে ওঠেন। হাতে ছিল কালো পতাকা।
পাশাপাশি রাজ্যপালের পদত্যাগের দাবিতে হাতে প্লাকার্ড। রাজভবনের গেটের আগেই পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড তৈরি করে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। সেখানে চলে রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান। রাজ্যপালের কুশপুতুল দাহ করেন আন্দোলনকারীরা। অবিলম্বে রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়। এদিন তৃণমূল শিক্ষা সেল এর পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না রাজ্যপাল পদত্যাগ করছেন আন্দোলন জারি থাকবে। এমন গুরুতর অভিযোগের পর ওই পদে তাঁর বসে থাকার অধিকার নেই, বক্তব্য আন্দোলনকারীদের।
উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। রাজভবনের কাছে সিসিটিভি ফুটে চাওয়া হলেও তা পায়নি পুলিশ। উল্টে রাজ্যপালের তরফ থেকে একটি ফুটেজ প্রকাশ করা হয়। তৃণমূলের দাবি অসম্পূর্ণ একটি ফুটেজ সামনে আনে রাজভবন। অন্যদিকে রাজ্যের পূর্ত দপ্তরের থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত রাজ্যপাল যেখানেই যাচ্ছেন বিক্ষোভের মুখে পড়ছেন। বৃহস্পতিবার হাজরা আশুতোষ কলেজের পড়ুয়ারা রাজ্যপালকে উদ্দেশ্য করে জুতো দেখান। শুক্রবার রাজভবনের গেটে বিক্ষোভ ঘিরে সরগরম হলো এই ইস্যু।