কলকাতা

আংটি, মাদুলি, পৈতে সহ ৬-৭ টি ব্যক্তিগত জিনিস পেতে মরিয়া মানিক ভট্টাচার্য

Manik Bhattacharya

The Truth of Bengal: ব্যাঙ্কশাল আদালতে নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার শুনানি ছিল মঙ্গলবার। জেল হেফাজতের মেয়াদ শেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়েছে আজ সশরীরে। সেই শুনানি চলাকালীনই তিনি আদালতের কাছে আবেদন করেন, তাঁর কাছ থেকে ইডি অফিসাররা যে ৬-৭ টি ব্যক্তিগত জিনিস নিয়ে নিয়েছিল, সেগুলি তাঁকে ফিরিয়ে দেওয়া হোক।

মানিক ভট্টাচার্য আদালতে জানান, ২০২২ সালের ১০ অক্টোবর তাঁকে ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। সেই সময় রাতে ১২ টার দিকে ইডি অফিসার মিথিলেশ মিশ্র, বিজয় কুমার এবং সুরেন্দ্র কুমার তাঁর কাছ থেকে আংটি, মাদুলি, পৈতে সহ ৬-৭ টি জিনিস নিয়ে যান। তাঁকে বলা হয়েছিল, পরে সেগুলি তাঁকে ফেরত দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত সেগুলি তাঁকে ফেরত দেওয়া হয়নি। মানিক ভট্টাচার্য আরও জানান, এই জিনিসগুলি সিজার লিস্টে সিজার করা হয়নি এবং তাঁকে সেগুলি যে নেওয়া হয়েছে তার কোনো ডকুমেন্টস দেওয়া হয়নি।

এর আগেও তিনি একাধিকবার আদালতে এসে এই বিষয়ে ইডির তদন্তকারী আধিকারিক এবং সরকারি আইনজীবীর কাছে জানিয়েছেন, কিন্তু কোনও সুরাহা হয়নি। বিচারক মানিক ভট্টাচার্যকে বলেন, নির্দিষ্ট জায়গায় ফের আবেদন করতে হবে। মানিক ভট্টাচার্য জানান, এই তিনজন ইডি অফিসারের মধ্যে একজন ইতিমধ্যেই বদলি হয়ে গেছেন। বাকি দুজনও যদি বদলি হয়ে যান, তাহলে তাঁর ব্যক্তিগত জিনিস পাওয়াটা আরও কঠিন হয়ে পড়বে।

Free Access

 

Related Articles