রামনবমীর পোস্টার খোলা নিয়ে শুভেন্দুর তোপ, রাজনীতি করার চেষ্টা, পাল্টা অভিযোগ তৃণমূলের
Mamata is scared!

Truth Of Bengal:দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রাস্তার ধারে লাগানো রামনবমী উপলক্ষে কিছু গেরুয়া পতাকা খুলে দেওয়ার অভিযোগ ওঠে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ওই পতাকা জঞ্জলের গাড়িতে তোলা হচ্ছে এমন একটি ছবি পোস্ট করেন তিনি। বিরোধী দলের নেতা লেখেন, “এই ভিডিওটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের। রাস্তার দু’পাশে শ্রী রাম নবমী উপলক্ষ্যে লাগানো হিন্দুদের পবিত্র গেরুয়া ধ্বজ, যেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ছবি অঙ্কিত রয়েছে, সেগুলি খুলে ময়লার গাড়িতে ফেলা হচ্ছে।
আসলে এবারের শ্রী রাম নবমী উদযাপন নিয়ে বেশ চিন্তায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে পথে নামার দৃশ্য ওনার ঘুম উড়িয়ে দিয়েছে। তাই এই সব নোংরামি করে উনি প্রতিরোধ করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রকাশ্য সভায় হিন্দু বিরোধী কথা বলেন সেখানে এই কাজ তো ওনার কাছে কোনো ব্যপারই নয়। তবে সব কিছুরই শেষ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ও এই ঔদ্ধত্য শেষ হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেক হিন্দু আপনাকে, হিন্দুদের প্রতিনিয়ত করা অপমানের জবাব কড়ায় গন্ডায় ফিরিয়ে দেবেন।”
ভয় পেয়েছে মমতা !!!
এই ভিডিওটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের। রাস্তার দু’পাশে শ্রী রাম নবমী উপলক্ষ্যে লাগানো হিন্দুদের পবিত্র গেরুয়া ধ্বজ, যেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ছবি অঙ্কিত রয়েছে, সেগুলি খুলে ময়লার গাড়িতে ফেলা… pic.twitter.com/zwjYKOUvtY
— Suvendu Adhikari (@SuvenduWB) April 4, 2025
রাজ্যের বিরোধী দলনেতার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল কংগ্রেসের। কে বা কারা ওই পতাকা জঞ্জালের গাড়িতে ভরেছে তার সঙ্গে যে রাজনীতির কোন যোগ নেই তা স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের। অযথা রাজনীতি টেনে এনে ফায়দা তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ। তৃণমূলের আরও অভিযোগ রামনবমীকে সামনে রেখে রাজ্যে প্ররোচনা ছড়াচ্ছে বিজেপি। বিজেপি নেতারা নানান ধরনের হুঙ্কার দিয়ে সাধারণ মানুষকে সন্ত্রস্ত করছে। ধর্ম যার যার নিজের বিষয়। এই নিয়ে রাজনীতি করার কোন কারণ নেই।
রামনবমীর পোস্টার খোলা নিয়ে শুভেন্দুর তোপ, রাজনীতি করার চেষ্টা, পাল্টা অভিযোগ তৃণমূলের pic.twitter.com/N4n46kkDaY
— TOB DIGITAL (@DigitalTob) April 5, 2025
এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, রামনবমী একটা হিন্দুদের উৎসব। হাজার হাজার বছর ধরে চলছে। তার আবার কিসের পোস্টার। রামনবমী কি পোস্টারের একটা বিষয় যে এটাকে গর্ব করতে হবে? গর্ব করে বলছেন রামনবমীর পোস্টার খুলে দেওয়া হচ্ছে। রামনবমী হিন্দুদের বুকের ভিতরকার একটা অংশ। তারা ধর্মীয় দীক্ষায় ধর্মীয় কারণে সেটাকে পালন করে থাকে। ভক্তি ভরে পালন করে থাকেন এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়। পোস্টার খুলে দেওয়া হচ্ছে যেন এটা রাজনৈতিক অনুষ্ঠান। এই অভিযোগের মধ্যে প্রমাণিত তারা ধর্মীয় একটি অনুষ্ঠানকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে।