আজ কলকাতা উত্তর এবং দমদম লোকসভা কেন্দ্রে প্রচার মমতার
Mamata is campaigning in Kolkata North and Dum Dum Lok Sabha constituencies today

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা।
শেষ দফার ভোটকে নজরে রেখে জোর প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। আজ তিনি কলকাতা উত্তর এবং দমদম লোকসভা কেন্দ্রে প্রচার করবেন। উত্তর কলকাতার চৌরঙ্গি বিধানসভা এলাকার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে সভা করবেন মুখ্যমন্ত্রী। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই বিজেপি প্রার্থী তাপস রায়ের। এরপর মমতা যাবেন বরাহনগরে। সেখানে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বরাহনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল করবেন তিনি। আগামী ১ জুন এই আসনগুলিতে ভোট হবে।