কলকাতা

সীমান্তে অনুপ্রবেশ নিয়ে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগ্রে দিলেন মমতা

Mamata Furious Over Border Infiltration During Administrative Meeting

Truth of Bengal: সীমান্তে অনুপ্রবেশ নিয়ে BSF কে আজ বৈঠকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে জঙ্গি ইস্যুতে সরব হন তিনি। অভিযোগ সীমান্তের পাহারায় থাকা বিএসএফ এর বিরুদ্ধে। তারা সীমান্তে অনুপ্রবেশ করিয়ে বাংলাকে বদনামের চেষ্টা করছে। কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর।

যেভাবে জঙ্গি আনাগোনা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এর ঘটনা ঘটছে তা নিয়ে এবার কড়া বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা। দেশে এই জঙ্গী আনাগোনা বাড়ার কারণ হিসাবে কেন্দ্রের গাফিলতিকে দায়ী করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুতর অভিযোগ, অনুপ্রবেশকারীদের বাংলায় ঢুকিয়ে বদনামের চেষ্টা করা হচ্ছে।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে না, ঢোকাচ্ছে বিএসএফ। এই নিয়ে বিভিন্ন জেলার বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলির ডিএম ও এসপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নিশানায় বিভিন্ন জেলার ডিএম এবং এসপি।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, “এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হয়েছে, ডিজি বেশ কিছু তথ্য দিয়েছেন। সেই সঙ্গে কেন্দ্র সরকারকে একহাত নিয়ে বলেন ব্লু প্রিন্ট তৈরি করে লোক ঢোকানো হচ্ছে। রাজ্য পুলিশের কাছ তথ্য পেয়েছি। ইসলামপুর, সিতাই দিয়ে এরাজ্যে লোক ঢোকাচ্ছে BSF”। পাশাপাশি পুলিশকেও কড়া আক্রমণ করেন তিনি।

Related Articles