অসহিষ্ণুতা ও ভাগাভাগির বিরুদ্ধে ঐক্যের সংঘতি যাত্রা, সমন্বয় রক্ষার বার্তা তৃণমূল সুপ্রিমোর…
Mamata Banerjee joined the solidarity march from Hazra More after puja at Kalighat.

The Truth Of Bengal: কালীঘাটে পুজো দিয়ে হাজরা মোড় থেকে সংহতি মিছিলে সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে অংশ নেন সবধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিরা। হাজরা রোডে গুরুদুয়ারায় প্রার্থনা করার পর পার্কসার্কাসে গির্জা ও মসজিদেও প্রার্থনা করেন তিনি। এরপর পার্কসার্কাসের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দেশে সর্বধর্ম সমন্বয় রক্ষার বার্তা দেন । বিজেপির বিভেদের রাজনীতি একমাত্র বাংলাই রুখবে বলে দৃঢ়কন্ঠে স্পষ্ট করেন তিনি। তাঁর একটাই আবেদন, ইন্ডিয়া জোটের শরিকদের যোগ্য সম্মান দিক কংগ্রেস। কিন্তু তিনি সিপিএমের কথায় বিরোধী জোটকে পরিচালিত হতে দেবেন না।
সারা দেশে অসহিষ্ণুতা ও ভাগাভাগির বিরুদ্ধে একমাত্র বাংলাই ঐক্যবদ্ধ ভারতের কাঠামো রক্ষা করতে পারে। কলকাতায় সংহতি মিছিলের পর সভা থেকে এই নয়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ধর্ম যার যার উত্সব সবার এই শিরোনামে শহরে মিছিল হয়।দুপুরে কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাতীর্থ কালীঘাটে আরতি করে পৌঁছন হাজরা মোড়। সেখান থেকে শুরু হয় যাত্রা। পিছনে ছিলেন অভিষেক-সহ তৃণমূলের শীর্ষনেতারা। মমতার পাশে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হাজরা ল’ কলেজের কাছ থেকে স্কুটিতে চেপে গড়চার গুরুদ্বারে যান তিনি। সেখানে চাদর চড়িয়ে তিনি ফের যোগ দেন মিছিলে। এর পর মিছিল করে পৌঁছন পার্ক সার্কাসের গির্জায়। সেখানে প্রার্থনা করে মমতা যান কাছের মসজিদে। তারপর চাদর চড়ান।এরপর মমতা পৌঁছন পার্কসার্কাসের সভাস্থলে। মঞ্চে তাঁর পাশে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা।সভায় অতীতের কথা তুলে ধরে তিনি বলেন,যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তখন তিনি একা পথে নেমেছিলেন। ভয় না পেয়ে সমস্ত জায়গায় গিয়ে ত্রাণ বন্টন করেন। বর্তমান সময়ে বিভেদের রাজনীতি বন্ধ করার খোলামেলা আবেদন জানান তিনি।তাঁর সাফকথা, বিজেপিকে মদত দেওয়া বন্ধ করুন। তাঁর সাফকথা সিপিএমের কথায় ইন্ডিয়া জোট চলতে পারে না।তৃণমূল কংগ্রেস
বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোট হয়।সেই জোটের নাম দেন মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু পরবর্তী সময়ে সিপিএম জোটের নিয়ন্ত্রণ কায়েম করেছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।বাংলার রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরতে গিয়ে অতীতে কিভাবে ৩৪বছর তিনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করে উঠে এসেছেন তা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের উদ্দেশ্যে সাফ কথা,লড়তে পারলে লড়ুন,বিজেপিকে হারান,কিন্তু কখনই সমঝোতার শর্ত ভঙ্গ করবেন না।
তাই বিজেপিকে রুখতে শরিকদের সম মর্যাদা দেওয়ার জন্য কংগ্রেসকে বার্তা দেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।আগামীদিনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় না পেয়ে বাংলায় একাই লড়াইতে প্রস্তুত বলেও স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।দেশে বদল আনতে ও সামাজিক ন্যায় রাখতে বাংলাই যে নেতৃত্ব দেবে তাও বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো।
Free Access