বিলম্বিত বর্ষায় ক্ষতিগ্রস্ত বাংলার কৃষকরা, পুজোর মুখে ঋণ মকুবের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Farm Loan Waiver

The Truth of Bengal: চলতি মরসুমে, বিলম্বিত বর্ষায় মহাবিপাকে পড়েছিলেন কৃষকরা। অনেকে সময়মতো বীজ রোপনই করতে পারেননি। ফলে, বহু কৃষকই বিপাকে পড়েছেন। পুজোর আগে সেই সমস্ত কৃষকদের স্বস্তি দিতেই ঋণ মকুবের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার নিজের ‘X’ হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “২ লক্ষ ৪৬ হাজার কৃষক বৃষ্টির অভাবে ক্ষতির মুখে পড়েছেন। তাঁরা ঋণ শোধ করতে পারেননি। তাঁদের জন্য ১৯৭ কোটি টাকা ঋণ ছাড় দেওয়া হচ্ছে। চলতি মরসুমে বৃষ্টির ঘাটতির জন্য অনেকেই বীজ বপনই করতে পারেননি। ঋণ মকুবের বিষয়টি বাংলা শস্য বিমার অধীনে করা হচ্ছে, এই প্রকল্প সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় তৈরি।” মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারের তরফে পুরো প্রিমিয়ামের টাকা পরিশোধ করা হচ্ছে, কৃষকদের কিছু দিতে হবে না। ২০১৯ সালে এই প্রকল্পটি তৈরির পর ৮৫ লক্ষ কৃষককে ২ হাজার ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত চলতি মরসুমে, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে, ব্যাপক ক্ষতির মুখ দেখা গিয়েছে। তেমনই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পর্যাপ্ত বৃষ্টি দেখা যায়নি। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ। বৃষ্টি কম হওয়ার দরুন কিছু জেলায় ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। এমনই চাষিদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ। তবে পুজোর মুখে সরকারের তরফে এমন একটি ঘোষণা হওয়ায় খুশি বাংলার কৃষকমহল। নবান্ন সূত্রের খবর, ২০১৯ সাল থেকে বাংলা শস্য বিমা চালু হয়েছে। চলতি মরসুমে মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের একাংশ কৃষকই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।