কলকাতা

ডিভিসি-কে প্রতিদিনের রিপোর্ট দিতে বললেন মমতা, কেন জানেন?

Mamata asked DVC to give a daily report, why do you know?

The Truth Of Bengal: সোমবার নবান্ন থেকে ডিভিসিকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী দামোদর ভ্যালি কর্পোরেশনকে প্রতিদিনকার রিপোর্ট রাজ্যকে জানাতে নির্দেশ দিলেন। কোনভাবে রিপোর্ট না দিয়ে জল ছাড়া যাবে, না হুঁশিয়ারি মমতার। এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘‘ডিভিসির জলাধারে ২ লক্ষ মেট্রিক টন কিউসেক জল থাকতে পারে।

কিন্তু কেন্দ্রীয় সরকার ড্রেজিং করছে না। এর ফলে জলাধারের জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। অল্প জলেই প্লাবিত হয়ে পড়ছে। তখন জল ছাড়ার প্রয়োজন হয়ে পড়ে। ডিভিসি জল ছাড়লে ব্যাপক ক্ষতি হয় রাজ্যের।
ফারাক্কা চুক্তি নবীকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করে কেন্দ্র এই নবীকরণ করছে। যেখানে ডিভিসির জন্য সবচেয়ে ক্ষতি হয় বাংলার সেখানে বাংলাকে কিছু না জানিয়েই কেন্দ্র সিদ্ধান্ত নিচ্ছে।মমতা বলেন, ডিভিসি কতটা জল ছাড়ছে তার রিপোর্ট আমাকে প্রতিদিন দিতে হবে । অল্প অল্প করে ছাড়লে সমস্যা হয় না। কিন্তু ড্রেজিং করে না। সমস্যাটা বলতে হচ্ছে আমাদের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ফরাক্কার আশপাশে জলে ভাসে বহু এলাকা।”

Related Articles