ভোটার লিস্টে কারচুপি রুখতে কমিটি ঘোষণা মমতার
Mamata announces committee to prevent voter list tampering

Truth Of Bengal: ‘ভেজাল’ ভোটার নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইনে ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো চলছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় গুজরাট, হরিয়ানা, উত্তর প্রদেশ বিহারের ভোটারের নাম ঢোকানো হচ্ছে। নির্বাচন কমিশনের কারসাজিতে এই কাজ চলছে বলে গুরুতর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটার লিস্টে কারচুপি রুখতে কমিটি ঘোষণা মমতার pic.twitter.com/GoNYsWhNZQ
— TOB DIGITAL (@DigitalTob) February 27, 2025
এই অসদ উপায়ে মহারাষ্ট্র দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির এই অপচেষ্টা পশ্চিমবঙ্গে রুখে দিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন তিনি। ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটির নেতৃত্ব দেবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কমিটিতে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি তৈরি করে দিচ্ছি। সুব্রত বক্সি, অভিষেকে, কল্যান, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, ফিরহাদ হাকিম, ডেরেক ও’ব্রায়েন, অরূপ বিশ্বাস, মালা রায়, নির্মল চন্দ্র রায়, সামিরুল ইসলাম, বাপি হালদার, পুলক রায়, জগদীশ বসুনিয়া, মোশারেফ হোসেন, মানস ভুঁইয়া, রাজীব ব্যানার্জি, প্রকাশ চিক বরাইক, সায়নি ঘোষ কমিটিতে থাকবেন। আরও বেশকিছু নামও রয়েছে এই কমিটিতে।
এই কমিটি প্রত্যেকটি জেলার ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ করবে। জেলায় জেলায় কমিটি গড়ে প্রত্যেকটি বুথের ভোটার তালিকা খতিয়ে দেখবে। যেভাবে ভুয়ো ভোটারের নাম ঢুকানো হচ্ছে তার রুখে দেওয়ার নির্দেশ দলের নেতাকর্মীদের দিয়েছেন দলনেত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেন, আধার কার্ড জালিয়াতি করছে। অনলাইনে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় এরকম ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। বিজেপির এই অপচেষ্টা রুখতেই ভোটার তালিকা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছেন মমতা।