কলকাতা মেট্রো রেলে বড়সড় পরিবর্তন, বাড়ছে পরিষেবা, বদল সময়সূচিতেও
Major changes in Kolkata Metro Rail, increasing services, changes in timetable too

The Truth Of Bengal: বড়সড় পরিবর্তন আনা হচ্ছে কলকাতা মেট্রো রেলে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবায় আনা হচ্ছে বড়সড় পরিবর্তন। ‘অরেঞ্জ’ লাইনে পরিষেবা বৃদ্ধি করা হবে জানা গেছে। পরিবর্তন করা হচ্ছে সময়সূচিরও। বদল করা হচ্ছে প্রথম ও শেষ মেট্রোর সময়েও। আর পাঁচ দিন নয়, সপ্তাহে ছ’দিনই এই রুটে মিলবে পরিষেবা। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
মেট্রো রেল জানিয়েছে, এর আগে ‘অরেঞ্জ’ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৪৮ বার পরিষেবা দেওয়া হত, কিন্তু আগামী ৫ অগস্ট থেকে সেই সংখ্যা বাড়তে চলেছে। আপ এবং ডাউন- উভয় ক্ষেত্রেই ৩৭টি করে মোট ৭৪টি পরিষেবা দেওয়া হবে। এর ফলে দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান অনেকটা কমবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
পরিবর্তন হয়ে যাচ্ছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময়সূচিও। এত দিন কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায়, উভয় স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়ত সকাল ৯টায়। কিন্তু ৫ অগস্ট থেকে দু’দিক থেকেই প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৮টা থেকে। অপর দিকে, রাত ৮টায় পাওয়া যাবে শেষ মেট্রো। এত দিন ওই লাইনে কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায়, দুই স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ত বিকেল ৪টে ৪০ মিনিটে।
‘অরেঞ্জ’ লাইনে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর থেকে এতদিন শুধু সোমবার থেকে শুক্রবার পর্যন্তই মেট্রো চলাচল করত। তবে ৫ অগস্ট থেকে শনিবারও এই লাইনে মেট্রো চালানো হবে। অন্যান্য দিনের মতোই শনিবারও এই লাইনে ৭৪টি পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আপতত শুধুমাত্র রবিবারই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে ‘অরেঞ্জ’ লাইনে।
কলকাতা মেট্রোরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘আমরা মেট্রো চালাই কলকাতাবাসী সুবিধার কথা মাথায় রেখেই। অনেক দিন ধরেই অরেঞ্জ লাইনে পরিষেবা বৃদ্ধি করার জন্য অনুরোধ আসছিল। ওই লাইনে বেশ কয়েকটি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সে ক্ষেত্রে অনেকেই প্রতি দিন যাতায়াত করেন। সেই সব কথা চিন্তা করেই পরিষেবা বৃদ্ধি করছি আমরা।’’