
The Truth of Bengal: আগামীকাল অর্থাৎ ২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি, সোমবার। এবার পরীক্ষায় বসবে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। পাশাপাশি পরীক্ষার্থীদের প্রতিও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
সেখানে তিনি জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে করা যায় তার জন্য নিরলস পরিশ্রম করছে পর্ষদ এবং রাজ্য প্রশাসন। এই বছরের মাধ্যমিক পরীক্ষায় আদর্শ পরিচালন পদ্ধতি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পর্ষদকে জানানো হয়েছে, এমনটাই বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। পরীক্ষার কেন্দ্রে যাতে নিষিদ্ধ কোনও বস্তু না নিয়ে যাওয়া হয় তার জন্য আবেদন করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। নিষিদ্ধ বস্তু পাওয়া গেলে পরীক্ষা বাতিলের মতো কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীরা যাতে মোবাইল এবং নিষিদ্ধ কোনও বস্ত নিয়ে পরীক্ষাকেন্দ্রে না ঢুকতে পারে তার জন্য অভিভাবকদের অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই বছরে পরীক্ষার্থীদের কথা ভেবে, বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। প্রকাশ্যে আনা হয়েছে পর্ষদের সঙ্গে যোগাযেগ করার ই-মেল আইডি [email protected]। প্রয়োজনে যোগাযোগ করা যাবে পর্ষদের কন্ট্রোল রুমে। নম্বরগুলি হল, 033-2359-2277, 2321-3844, উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর হল 9147135748, পাশাপাশি, বর্ধমান আঞ্চলিক অফিস 9147135747 এবং মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর হল 9147135752।
Free Access