কলকাতা

মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় প্রধানমন্ত্রী থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতারা

Leaders of all political parties from the Prime Minister wished the Chief Minister well

The Truth Of Bengal: গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতেই এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। আজ মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন মেডিকেল বোর্ডের সদস্যরা। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবরে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল – মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সকলেই। দ্রুত সুস্থ কামনা করেছেন তাঁরা। এক্স হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি।’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর পেয়েই সমাজ মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সমাজ মাধ্যমে পোস্ট করে দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও মুখ্যমন্ত্রীর শরীরের খবরাখবর নিয়েছেন। গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার।

দলমত নির্বিশেষে সকল দলের নেতারাই দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম – সকলেই দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ক্রিকেট তারকা তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আঘাতের খবরে তিনি হতবাক। দিদি দ্রুত সুস্থ হয়ে উঠুক। দিল্লির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আঘাতের খবর পেয়ে বিস্মিত হয়ে পড়েন। অনুভূতির কথা লিখে পোস্ট করেছেন সমাজমাধ্যমে।

 

Related Articles