ককপিটের লেজারের আলোয় বিভ্রান্তি, কলকাতা বিমানবন্দরে অবতরণের আগে বিপত্তি
Laser light in the cockpit of a Bengaluru-to-Kolkata flight

The Truth of Bengal: বেঙ্গালুরু থেকে কলকাতাগামী বিমানের ককপিটে লেজারের আলো। কলকাতায় বিমান অবতরণের আগে বিপত্তি। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের আগে বিপত্তি। ককপিটের লেজারের আলোয় বিভ্রান্তি তৈরি হয় পাইলটের দৃষ্টির ক্ষেত্রে।
তবে পাইলটের তৎপরতায় সুরক্ষার সঙ্গে ১৬৫ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে অবতরণ করে বিমানটি। নাগাদ বেঙ্গালুরু থেকে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই-২২৩ কলকাতা বিমানবন্দরে অবতরণের অ্যাপ্রোচ পথে কৈখালির দিক থেকে বিক্ষিপ্তভাবে লেজার লাইট ককপিটে পাইলটের দৃষ্টিতে বিভ্রান্তি তৈরি করে। কাল বিলম্ব না করে পাইলট দ্রুত বিষয়টি নিয়ে এটিসির সঙ্গে যোগাযোগ করে অবগত করে।
এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। বিমানবন্দর কর্তৃপক্ষ নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য জানায়। পাশাপাশি বিধাননগর কমিশনারেটকেও বিষয়টি সম্পর্কে অবগত করা হয়।