‘ল্যান্সডাউন প্লেস’ এখন ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
'Lansdowne Place' is now 'Pratul Mukherjee Sarani', announces the Chief Minister

Truth of Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার দেশপ্রিয় পার্কে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রয়াত গীতিকার ও শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে তিনি ঘোষণা করেন, ল্যান্সডাউন প্লেসের নাম পরিবর্তন করে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ করা হবে।
শুক্রবার দেশপ্রিয় পার্কের মঞ্চে প্রতুল মুখোপাধ্যায়ের ছবি রেখে তাঁকে স্মরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী বলেন, “প্রতুলদা না থেকেও রয়ে গিয়েছেন। তাঁর গান বাংলার আত্মা জুড়ে থাকবে।” তিনি আরও জানান, মৃত্যুর মাত্র ৪৮ ঘণ্টা আগে তিনি হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেছিলেন। যদিও শিল্পী তখন অর্ধচেতন ছিলেন, তবু মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর শুনে প্রতিক্রিয়া দিয়েছিলেন। মমতা বলেন, “আমি তাঁকে ডাকতেই তিনি চোখ তুলে তাকালেন, তাঁর চোখে জল জমে উঠেছিল।”
মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে তাঁর উপস্থিতিতে প্রতুলের রক্তচাপ স্বাভাবিক হয়েছিল। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছিলেন, তাঁর কণ্ঠস্বর শিল্পীর মধ্যে গভীর আবেগ সৃষ্টি করেছিল। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি বিশ্বাস করি, তিনি আজও আমাদের কথা শুনছেন। বাংলার ভাষা ও সংস্কৃতির প্রতি তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “মাতৃভাষার প্রতি ভালোবাসা আমাদের সবার থাকা উচিত। রাজ্য সরকার বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে রয়েছে রাজবংশী, সাঁওতালি, কুরমানি, হিন্দি।” তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে, যা রাজ্যের জন্য এক গর্বের বিষয়।
অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং সকলকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বার্তা দেন।