কলকাতা

আত্মহত্যা কমাতে ‘টেলি মানস’ পরিষেবা আনল লালবাজার

Lalbazar launches 'Tele Manas' service to curb suicides

Truth Of Bengal: কলকাতায় দিন দিন বেড়ে চলেছে আত্মহত্যার ঘটনা। করোনার পর থেকেই মহানগরীতে আত্মহত্যার প্রবণতা ঊর্ধ্বমুখী। মানুষের মধ্যে বেড়ে চলেছে হতাশা। এই প্রেক্ষিতে নয়া উদ্যোগ নিল লালবাজার। আত্মহত্যা আটকাতে অবসাদগ্রস্ত নাগরিকদের জন্য ‘টেলি মানস’ পরিষেবা চালু করল কলকাতা পুলিশ। মূলত,  অবসাদগ্রস্ত মানুষদের জন্য এই প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।

কলকাতা পুলিশের তরফে ‘টেলি মানস’-এর মাধ্যমে হেল্পলাইন নম্বর ১৪৪১৬ দেওয়া হয়েছে। এই নম্বরে ফোন করলেই একদল পেশাদার কাউন্সেলার পরামর্শ পাবেন ভুক্তভোগীরা। এই প্রসঙ্গে এক কাউন্সিলার জানান, ‘মানসিক হতশা- ও অবসাদ কাটাতে কেউ চাইলে এই নম্বরে ফোন করতে পারবেন। তবে  এই হেল্পলাইনে ফোন করলে প্রথমে পরিচয় গোপন রাখার শর্তে তাঁর নাম-ঠিকানা জেনে নেওয়া হয়। এরপর শোনা হয়ে থাকে সমস্ত সমস্যার কথা।‘

সেইসঙ্গে একজন কাউন্সেলার যদি দেখা যায়, ফোনের অপরপ্রান্তে থাকা মানুষটির মানসিকভাবে খুবই বিধস্ত হয়ে পড়েছেন। আত্মহত্যা করতে পারে। এই পরিস্থিতিতে নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাঁকে উদ্ধারের ব্যবস্থা করবে কলকাতা পুলিশ। বলা বাহুল্য,  ‘টেলি মানস’-এর হেল্পলাইন নম্বরটি ২৪ ঘণ্টা কাজ করছে। শহরের বিভিন্ন ভাষাভাষীর মানুষই এই নম্বরে ফোন করে নিজেদের অসুবিধার কথা জানাতে পারবেন।

Related Articles