Kolkata Protest Over Bangladesh: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভে সামিল হিন্দু সংগঠন ‘হিন্দু সংহতি’
Truth of Bengal: বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও সে দেশে সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল তিলোত্তমা। শুক্রবার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে কয়েক হাজার মানুষের এক বিশাল প্রতিবাদী মিছিল বের হয়। সনাতনী বিভিন্ন সংগঠন ও হিন্দুত্ববাদী গোষ্ঠীর আহ্বানে আয়োজিত এই মিছিলের গন্তব্য ছিল পার্ক সার্কাস সংলগ্ন বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিস। পরিস্থিতি সামাল দিতে বেকবাগান চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, মিছিলটি বেকবাগান মোড় পর্যন্ত আসার পর তা আটকে দেওয়া হবে। হাইকমিশন অফিস চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরে ব্যারিকেড বসানো হয়েছে। এদিকে বিকেলে এই ইস্যুতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে যাওয়ার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এর আগে গত মঙ্গলবারও দীপু দাসের হত্যার বিচার চেয়ে বেকবাগান চত্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভে সামিল হিন্দু সংগঠন ‘হিন্দু সংহতি’ pic.twitter.com/hmdJ9NsBkH
— TOB DIGITAL (@DigitalTob) December 26, 2025
বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুনের পর তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় স্থানে হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, ওপারে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে।
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের ওপর এই হামলার ঘটনায় ভারত সরকার ইতিমধ্যেই কড়া ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে। শুধু তাই নয়, বিষয়টি আন্তর্জাতিক মহলেরও নজরে এসেছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ন্যায়বিচারের কথা বলেছেন। ভারতের এই উত্তপ্ত পরিস্থিতির আঁচ যে আন্তর্জাতিক স্তরেও পৌঁছেছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার।






