সাইবার ক্রাইম রুখতে নয়া পদের প্রস্তাব কলকাতা পুলিশের
Kolkata Police proposes new post to prevent cybercrime

Truth Of Bengal: বিগত কয়েকবছর ধরে সাইবার প্রতারকদের ফাঁদে পড়েছেন অজস্র সাধারণ মানুষ। লক্ষ লক্ষ টাকা খুঁইয়েছেনও তাঁরা। শুধুমাত্র কলকাতাই নয়, এই তালিকায় রয়েছে জেলাও। একাধিক কঠোর পদক্ষেপ, নজরদারি করেও আটকানো যাচ্ছে না এই অনলাইন জালিয়াতি। সূত্রের খবর, আগামী মন্ত্রীসভার বৈঠকে সাইবার অপরাধ দমনে আলাদা পদের প্রস্তাব করতে চলেছে কলকাতা পুলিশ।
এ নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি জানান, জয়েন্ট সিপি সাইবার এবং জয়েন্ট লিগাল সাইবার রুপে দুটি নতুন পদ তৈরি হতে চলেছে। আগামী মন্ত্রীসভার বৈঠকেই এই প্রস্তাব পাশও হয়ে যেতে পারে বলে আশা কলকাতার নগরপালের।
মনোজ ভার্মার মতে, “অপরাধের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায়, সাইবার বিভাগকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে কাজ চালাতে হচ্ছে। ডিসি সাইবারের পর এবার জয়েন্ট সিপি সাইবার পদ তৈরি করে অপরাধ দমন করার চেষ্টা চলছে। আশা করছি এ কাজে আমরা সফলতা পাব।“ সিপি আরও জানান, “কোনও মানুযের আটকে যাওয়া টাকা দ্রুত ও বাধাহীনভাবে প্রতারিতদের ফেরত দিতে হবে।” সূত্রের খবর, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে তিনি বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।