কলকাতা

পুলিশের মানবিকতায় যথা সময়ে পরীক্ষাকেন্দ্রে বি.কম এর ছাত্রী

kolkata police help to college students

The Truth of Bengal: আবারও মানবিকতার পরিচয় দিল কলকাতা পুলিশ। শুক্রবার, সকাল ৯.৪০ নাগাদ পার্ক সার্কাস সাতমাথা মোড়ে কর্তব্যরত ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট স্নেহাশিস মুখার্জির কাছে কাঁদতে কাঁদতে উপস্থিত হয় বি.কম পরীক্ষার এক ছাত্রী।

অসহায় ওই ছাত্রী জানায়, এলাকায় হরেকৃষ্ণ কোঙার রোডে অবস্থিত পরীক্ষাকেন্দ্র খুঁজে পাচ্ছে না সে। অথচ পরীক্ষা শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। এক মুহূর্ত সময় নষ্ট না করে স্নেহাশিস মুখার্জি কনস্টেবল উজ্জ্বল মণ্ডলকে নির্দেশ দেন, ওই  পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে যত দ্রুত সম্ভব পৌঁছে দিতে।

ফলে কয়েক মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে যায় ছাত্রী, এবং বলা  বাহুল্য, সময়োপযোগী হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানায় কলকাতা পুলিশকে।

Related Articles