কলকাতা

বড়দিনের আগেই কলকাতা পুলিশের তরফে কেস ৯ হাজার মানুষকে! কিন্তু কেন?

Kolkata Police files cases against 9,000 people before Christmas! But why?

Truth of Bengal: গতকাল থেকেই বড়দিনের বিশেষ উৎসবে গা ভাসিয়েছে সমগ্র কলকাতা। পার্কস্ট্রিট থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বড়দিন উদযাপনের আগে থেকেই কলকাতা পুলিশ কঠোর নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছিল, বিভিন্ন নিরাপত্তার মাধ্যমে ঘিরে রেখেছে কলকাতার একাংশ।

কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে,গত ২০ ডিসেম্বরের থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত গতকাল মদ্যপান করে গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি, নো সিগন্যাল এন্ট্রি এবং হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর কারণে প্রায় ৯ হাজার যাত্রীকে কেস দেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে।

উপরোক্ত কারণে কলকাতার ট্রাফিক ও অন্যান্য নিরাপত্তা নিয়ে ঘুম উড়েছে পুলিশের। গতকাল থেকেই বেশ কঠোর ভাবে নিরাপত্তার দিকগুলিকে নজর রাখছে কলকাতা পুলিশ। মঙ্গলবার থেকেই যান নিয়ন্ত্রণ চালু করেছে পুলিশ। বুধবার চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ

মিডলটন স্ট্রিট একেবারে বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।  বুধবার রাসেল স্ট্রিটে একেবারেই নো এন্ট্রি থাকবে। বন্ধ থাকবে লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়ার সরণীর ক্রসিংও। একমাত্র হো চিন মিন সরণি থেকে পূর্ব দিকেই গাড়ি চলার অনুমতি থাকবে। পুলিশ সমস্ত যানবাহন নিরাপত্তার দিকটি খুঁটিয়ে দেখছে।

Related Articles