কলকাতা

৬৫ কোটি টাকার সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত প্রতারককে ধরল কলকাতা পুলিশ

Kolkata Police Arrest Cyber Fraudster Involved in 65 Crore rupees Scam

Truth of Bengal: গত ১৬ ডিসেম্বর বারাসাত থেকে কলকাতা পুলিশের জালে ধরা পরে এক সাইবার প্রতারক। মূলত বাঁশদ্রোণী এলাকার একটি জালিয়াতির মামলায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।  দেশের প্রায় ৩০০-র বেশি মামলায় অভিযুক্তের যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোট ৬৫ কোটি টাকার দুর্নীতি চক্রের সঙ্গে জড়িয়ে আছে এই অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম তন্ময় পাল। এই যুবককে গ্রেফতারির পর ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে রেখেছিল কলকাতার সাইবার থানার পুলিশ সেই সুবাদেই  তাঁকে সব  জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সাইবার দুর্নীতি চক্রের মূল কে তার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। বছরের প্রথম দিনে কলকাতা পুলিশ সাইবার দুর্নীতি নিয়ে সতর্ক করেছে সাধারণ মানুষকে। উদাহরণ হিসাবে এই ঘটনাকেও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে বাঁশদ্রোণীর বাসিন্দা রাজীব চক্রবর্তী নামক এক ব্যক্তি  সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর অনুমতি ছাড়াই তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৪৬ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ জানান। তদন্তে পুলিশ জানতে পারে, ওই টাকা গিয়েছিল বারাসতের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টট্র্যান্সফার হয়েছিল।এর পরেই  খোঁজ করে তন্ময়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জানা যায় তাঁর অ্যাকাউন্টেই গিয়েছিল ৪৬ লক্ষ টাকা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও এক জনের সন্ধান পাওয়া যায়। ১৯ ডিসেম্বর হাওড়ার লিলুয়া থেকে সেই শান্তনু গায়েনকেও গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্ত এবং তাঁর সহযোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর বিরুদ্ধে সারা দেশের মোট  ৩০০-র বেশি সাইবার প্রতারণা মামলা রয়েছে এবং ওই সব মামলায় ৬৫ কোটি টাকার সাইবার দুর্নীতির অভিযোগ রয়েছে।

Related Articles