কলকাতা

কার্তিক পূর্ণিমা তিথিতে দীপাবলি উৎসব পালন,তার আগে গঙ্গা পরিদর্শনে কলকাতা কর্পোরেশনের মেয়র

Kolkata Mayor visits Ganga

The Truth of Bengal: আগামী 26 ও 27 শে নভেম্বর কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি উৎসব পালন। ২৬ শে নভেম্বর এবং 27 নভেম্বর রাজ্য সরকারের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিশেষ গঙ্গা আরতি বাজে কদমতলা ঘাটে ঘাট পরিদর্শন করতে এলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদের তারক সিং।

ভারতবর্ষে এই গঙ্গা আরতি দুটো জায়গায়ই হয় এবার তৃতীয় স্থানে কলকাতার বাজে কদমতলা ঘাটে উদ্যোগ নিতে চলল রাজ্য সরকার। ইতিমধ্যে প্রিন্সেপ ঘাট দিয়ে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত গঙ্গা ঘাটের সৌন্দর্যনের কাজ শুরু হয়েছে।

মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী 26 ও 27 শে নভেম্বর কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি উৎসব পালন করা হবে।  তার আগে গাঙ্গা পরিদর্শনে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশন মেয়র পরিষদের তারক সিং এবং কলকাতা পুলিশের উচ্চ পদের অধিকারীরা।

Related Articles