কলকাতা

ছটপুজোয় সেজে উঠছে তিলোত্তমা, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখতে তোড়জোড় কলকাতা পুলিশের

Kolkata is getting dressed up for Chhat Puja, Kolkata Police are working hard to keep the security system tight

The Truth Of Bengal : দুর্গাপুজো গিয়েছে, কালীপুজোও গিয়েছে, এবার ছটপুজো উপলক্ষে সেজে উঠছে তিলোত্তমা। শহরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখতে তোড়জোড় শুরু করে দিয়েছে কলকাতা পুলিশও। এদিনই আবার ছট পুজো নিয়ে বিস্তর আলোচনা হয়ে গিয়েছে মন্ত্রিসভার বৈঠকে। একইসঙ্গে জগদ্ধাত্রী পুজো নিয়ে হয়েছে আলোচনা। এমনই জানা যাচ্ছে। সূত্রের খবর, ছট পুজোর দিন শহরের অতিরিক্ত প্রায় ৪ হাজার পুলিশ কর্মীকে মোতায়েন করা হবে।

পাশাপাশি দ্বায়িত্বে থাকবেন ৩৫ ডিসি পদমর্যাদার পুলিশ কর্তা।  সূত্রের খবর, শহরের স্থায়ী এবং অস্থায়ী পুকুর এবং গঙ্গার ঘাট মিলিয়ে ১৩০ জায়গায় ছট পুজোর আয়োজন হচ্ছে এবার। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭৭ ঘাটে মজুত থাকবে বিপর্যয় মোকাবিলা দল। সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে ছট পুজো না হলেও দু’জায়গাতেই ২ জন ডিসি পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন। তাঁদের অধীনে ২৫০ জন করে দু’জায়গাতে মোট ৫০০ ফোর্স মোতায়ন থাকবে বলে জানা যাচ্ছে।

ছট পুজোতে সমস্ত ঘাট পরিষ্কার রাখতে হবে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে পর্যাপ্ত সংখ্য়ায় লাইটও রাখতে হবে। দুর্ঘটনা এড়াতে তৎপর থাকতে হবে পুলিশকে। এদিন মন্ত্রিসভার বৈঠতে এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। একইসঙ্গে জগদ্ধাত্রী পুজোতে যাতে কোনও সমস্যা না হয় সে কারণে মন্ত্রীদের জেলায় জেলায় নজর রাখতে বলা হয়েছে বলে খবর।

 

FREE ACCESS

Related Articles