কলকাতা

Kolkata Murder: স্ত্রীকে কুপিয়ে হত্যা, পরে বিষ খেয়ে আত্মঘাতী স্বামী

Kolkata Murder

The Truth of Bengal: দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনের বাড়ি থেকে মেনেও নিয়েছিল সেই সম্পর্ক, এমনকী রেজিস্ট্রি করে বিয়েও হয়। অথচ বছর ঘোরার আগেই স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘেটেছে কলকাতা হরিদেবপুরে। মৃতেন নাম কৃষ্ণা দাস (২০) এবং শুভেন্দু দাস (৩০)

স্থানীয় সূত্রের খবর, বছর খানের আগেই কৃষ্ণার সঙ্গে শুভেন্দুর প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা ছোট খাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। সম্পর্কের তিক্ততা থেকে মুক্তি পেতে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন কৃষ্ণা। কিন্তু স্ত্রীয়ের এই দাবি মেনে নিতে পারেননি শুভেন্দু। প্রতিপদের দিনেই শুভেন্দু, কৃষ্ণার বাড়িতে গিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। তারপর সে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করে।

পুলিশ সূত্রের খবর, হরিদেবপুর সোদপুরের বাসিন্দা ছিলেন কৃষ্ণা দাস। তাঁর পাশের পাড়ারই বাসিন্দা শুভেন্দু দাস। রবিবার রাতে শুভেন্দু, কৃষ্ণার বাড়িতে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পর, নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেন। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাত ১০টা নাগাদ শুভেন্দু, কৃষ্ণার বাড়িতে আসেন। তারপর কৃষ্ণা যে ঘরে ছিলেন, সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। কৃষ্ণার আর্ত চিৎকার শুনে তাঁর কাকা কোনওরকমে ঘরের ভেতরে ঢুকে চমকে যান। শুভেন্দুর হাতে ধারাল অস্ত্র আর রক্তাক্ত কৃষ্ণার দেহ পড়ে রয়েছে মাটিতে। শুভেন্দুর মুখ থেকেও ফেনা বেরোতে থাকে। পুলিশকে খবর দেওয়া হয়, তারপরেই দেহদুটিকে উদ্ধার করা হয়।

Related Articles