কলকাতা
Trending

শহরে দূষণ কমিয়ে পরিশুদ্ধ বাতাস ছড়াবে সরকারি বাস !

Bus Roof Mountain & Air Purification

The Truth Of Bengal: দূষণ থেকে শহরকে বাঁচাতে সরকারি বাসে বাড়তি কেয়ার নেওয়া হচ্ছে।৫১টি সরকারি বাসে দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হল।এবার লক্ষ্য,কলকাতার বুকে ডিজেল চালিত ৬৭৫টি বাসের মাথায় দূষণরোধী যন্ত্র বসানো। ২হাজার সরকারি বাসেই বাস রুফ মাউন্টেন এয়ার পিউরিফিকেশন সিস্টেম বসানো হবে ।

যেভাবে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি।উত্তরভারতেও দূষণের দাপট বাড়ছে।সেখানে দূষণের থাবা যাতে কলকাতাবাসীর জীবনপ্রবাহকে না ব্যাহত করে সেজন্য রাজ্য সরকার আগাম সতর্ক।এয়ার কোয়ালিটি ইনডেক্স ঠিক রাখার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে দূষণ রোধে।অনেক সময় বাসের ধোঁয়া থেকে দূষণ ছড়ায়।তাই বাসে দূষণরোধের যন্ত্র বসানো হচ্ছে। জুনমাসে পরীক্ষামূলকভাবে ৩টি সরকারি বাসে এই দূষণ প্রতিরোধী যন্ত্র বসানো হয়।পুজোর পর ৫১টি বাসেই দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর কাজ শেষ করল পরিবহণ দফতর। এরপর কলকাতার বুকে চলা ৬৭৫টি বাসের মাথায় দূষণরোধের যন্ত্র বসানো হবে।কাজ শেষ হলে মোট ২হাজার টি সরকারি ডিজেল চালিত বাসেই বাস রুফ মাউন্টেন এয়ার পিউরিফিকেশন সিস্টেম বসানো হবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জুন মাসে মাত্র ৩ টি সরকারি বাসে পরীক্ষামূলক ভাবে যন্ত্র বসিয়ে দারুন ফল। পুজোর পর ৫১ টি সরকারি বাসে দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর কাজ শেষ করল পরিবহন দফতর। এরপর লক্ষ্য কলকাতার বুকে চলা ডিজেল চালিত ৬৭৫ টি বাসের মাথায় যন্ত্র বসানো। সেই কাজ শেষ হলে রাজ্য জুড়ে চলা ২০০০ সরকারি ডিজেল চালিত বাসেই বসতে চলেছে বাস রুফ মাউন্টেন এয়ার পিউরিফিকেশন সিস্টেম।ওই এয়ার ফিল্টারটি দূষিত বাতাস শুষে নিয়ে পরিশুদ্ধ বাতাস ছড়িয়ে দিতে সক্ষম।

 

 

Related Articles