কলকাতা

ভূমিকম্পে প্রয়াত মায়ানমারের এটিসি আধিকারিকদের শ্রদ্ধা কলকাতা বিমানবন্দরের এটিসি-র

Kolkata Airport ATC pays tribute to Myanmar ATC officials who died in earthquake

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর,কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোল, এটিসি-র আধিকারিকরা সাম্প্রতিক ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার এর এটিসিও-এর প্রয়াত আধিকারিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করলেন। মায়ানমারের নতুন রাজধানীতে সাম্প্রতিক ভূ- কম্পনের সময় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান নেপিডাও এটিসি কন্ট্রোল টাওয়ারের চার জন এয়ার ট্রাফিক কন্ট্রোলার।

তাঁদের স্মরণে, কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররাএটিসি গিল্ডের তত্ত্বাবধানে নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতার নিউ টেকনিক্যাল বিল্ডিংয়ে অনুষ্ঠিত ওই স্মরণসভায় উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার রিজিওনাল এক্সিকিউটিভ ডিরেক্টর নিবেদিতা দুবে, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট ডিরেক্টর প্রভাতরঞ্জন বেউরিয়া, এটিএম, সিএনএস, এইচআর, ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই স্মরণ সভায় প্রয়াত আধিকারিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, কর্তব্যরত অবস্থায় তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো হয়।

ওই প্রাকৃতিক বিপর্যয়ে কর্তব্যরত অবস্থায় মায়ানমারের চারজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের জীবনহানি হয়। তাঁরা হলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার লে অং, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারথাও থাও হেটে কো কো,এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার হানি রান,নাইং নাইন মাও।

প্রয়াতদের প্রতিসংহতি প্রকাশ করেএয়ার ট্রাফিক কন্ট্রোল গিল্ড ১-এর রিজিওনাল সেক্রেটারি কলকাতা এবং মায়ানমার এটিসিও এর মধ্যে গভীর পেশাদার এবং মানবিক বন্ধনের কথা উল্লেখ করেন। তিনি এই শ্রদ্ধা নিবেদনকে বসুধৈব কুটুম্বকম-এর মূর্ত প্রতীক হিসাবে উল্লেখ করেছেন, যা ভারতের সাংস্কৃতিক নীতি এবং পারস্পরিক সহযোগিতার চেতনাকে শক্তিশালী করে।

নিরাপদ বিমান ভ্রমণ নিশ্চিত করার জন্য কলকাতা এবং মায়ানমার এটিসিও-এর মধ্যে ফ্লাইটের তথ্যের প্রতিদিনের আদান-প্রদানের পরিপ্রেক্ষিতে, এই ক্ষতি বিমান চলাচলের ভ্রাতৃত্ব দ্বারা গভীরভাবে অনুভূত হয়। কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা শোকাহত পরিবারদের প্রতি তাঁদের আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে মায়ানমারে তাঁদের সহকর্মী ও পরিবারের পাশে সব সময় আছেন বলে উল্লেখ করেন।

Related Articles