কলকাতা

শহর সাফ রাখতে বড় সিদ্ধান্ত, কলকাতা থেকে খাটাল সরাতে কড়া পদক্ষেপ পুরসভার

খাটালের লাইন নিকাশি ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিলে এলাকার জল কখনই নামবে না

The Truth of Bengal: নামে এ-ওয়ান সিটি কলকাতা। আন্তর্জাতিক মানেই এই শহর থেকে খাতায় কলমে অনেকদিন আগেই উঠে গেছে খাটাল। কিন্তু বাস্তব চিত্র যদি দেখা যায়, চোরাগোপ্তা পথে বহু জায়গাতেই চলছে রমরমিয়ে খাটাল। এবার সেই খাটাল তুলতেই পুলিশকে কড়া পদক্ষেপ করতে বলেছে পুরসভা।

একটা সময় ছিল, কলকাতা শহরে বহু এলাকাতেই রমরমিয়ে চলত খাটাল। শহরের আধুনিকীকরণের সঙ্গে খাটাল তুলে দেওয়ার নির্দেশিকা জারি করা হল। জায়গা দেওয়া হয়, নতুন গোশালার। ধাপে ধাপে, কলকাতা শহরমুক্ত হল খাটাল থেকে। সরকারি পরিসংখ্যান বলছে, কলকাতা শহরে একটিও খাটালের অবশিষ্ট নেই। কিন্তু বাস্তব চিত্র দেখা যাচ্ছে অন্য। বেশ কিছু জায়গাতেই চলছে, খাটাল। ফলত নানা সমস্যা দেখা দিচ্ছে, অবৈজ্ঞানিক নিকাশি ব্যবস্থা, আবর্জনা, গোবর এ সবের জন্য নর্দমাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই জমছে জল। বেহাল নিকাশির জন্য, দীর্ঘদিন ধরে জল জমছে থাকছে, বাড়ছে মশা, মাছির উপদ্রব। অতিষ্ট হচ্ছেন, সাধারণ নাগরিকরাও।

এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। তিনি সাফ জানিয়েছেন, খাটালের লাইন নিকাশি ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিলে এলাকার জল কখনই নামবে না। পুরসভার সূত্রের খবর, দ্রুত খাটাল মালিকদের নোটিস জারি করা হচ্ছে, প্রয়োজনে স্থানীয় থানার সহায়তা নিতে বলা হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে, গবাদিপশুদের কল্যাণীতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

Related Articles