কলকাতা

কাশ্মীরের ঘটনা নিন্দনীয়, মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব

Kashmir incident condemnable, condolence motion passed in cabinet meeting

Truth Of Bengal: কাশ্মীরের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে শুরুতেই কাশ্মীরের জঙ্গি হানার ঘটনাকে কেন্দ্র করে শোক বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে তার পাশাপাশি কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে কোন মন্ত্রী কোন ধরনের বক্তব্য পেশ করবেন না, এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ‌নবান্ন সূত্রে খবর, কাশ্মীরের জঙ্গি হানায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে শোকবার্তা পাঠাবেন মুখ্যমন্ত্রী। ‌’কাশ্মীরের ঘটনায় আমি মর্মাহত। যারা এই কাজের জন্য দোষী, তাদের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন’ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি নিজের এলাকায় নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীরা যাতে তার নিজের অঞ্চলে নজর রাখেন এবং কোন সমস্যা হলে আঞ্চলিক প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে সমাধান সূত্র বের করেন মন্ত্রিসভার বৈঠকে সেই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।

Related Articles