দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাট, আগস্টেই চালু হবে স্কাইওয়াক
Kalighat Skywalk will be launched in August this year

The Truth of Bengal: চলতি বছরে আগস্টেই চালু হবে কালীঘাট স্কাইওয়াক। নববর্ষের প্রাক্কালে কালীঘাটের মন্দিরে পুজো দেওয়ার পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী বলেন, আগস্ট মাসের মধ্যে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের কাজ শেষ হবে। নির্মাণের কাজ শেষ হলেই জনসাধারণের জন্য তা চালু করে দেওয়া হবে। চৈত্র সংক্রান্তিতে প্রতিবছরের মতো এবারও কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী।
পুজো দেওয়ার পর মন্দির ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা, অভিষেক কন্যা আজানিয়াও। ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। কালীঘাটে মন্দির সংস্কারের পাশাপাশি চলছে স্কাইওয়াক নির্মাণের কাজও। স্কাইওয়াক প্রসঙ্গে মমতা আরও বলেন, “এখনও আমরা অফিশিয়ালি ওপেন করিনি।
কারণ যতক্ষণ স্কাইওয়াকের কাজটা শেষ হচ্ছে, ততদিন হকারদের এনে বসানো যাবে না। সব কিছু একটা সিস্টেমে আনতে হবে।” দক্ষিণেশ্বরে মন্দিরের স্কাইওয়াকের পর কালীঘাট মন্দিরের স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু করেছিল রাজ্য সরকার। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে কয়েক মাসের মধ্যেই শুরু হচ্ছে এই স্কাইওয়াক।