
Truth Of Bengal : জেলে থাকাকালীন ফের অসুস্থ হয়ে পড়লেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, হঠাৎ করেই অস্বাভাবিক হারে ওজন কমে গিয়েছে প্রাক্তন মন্ত্রীর। এখানেই শেষ নয়, হৃদযন্ত্রে সমস্যা, মাথা ঘোরা-সহ একাধিক রোগের উপসর্গের দেখা মিলছে তাঁর শরীরে। সে কারণেই প্রেসিডেন্সি জেল থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবরে রেশন বণ্টন মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশির পর ইডির আধিকারিকেরা তাঁকে গ্রেফতার করেছিলেন। ২১ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিজিও কমপ্লেক্সের ইডি দফতরেও তাঁকে নিয়ে আসা হয়েছিল। গ্রেফতারির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেছিলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে।”