কলকাতা
Trending

ইডি দফতরে জুনিয়র পিসি সরকার, কারণ নিয়ে ধোঁয়াশা …

Junior PC Sorcar in ED office, Confusion over Reasons

The Truth Of Bengal:  ইডির তলব জাদুকর পিসি সরকারকে। পিসি সরকারও হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দফতরে। শুক্রবার দুপুরে মেয়েকে সঙ্গে নিয়ে পিসি সরকার সিজিও কমপ্লেক্সে আসেন। টাওয়ার গ্রুপের কর্তার বয়ানের ভিত্তিতে তলব পিসি সরকারকে। ২০২১ সালে পিসি সরকার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।

ইডি দফতরে গেলেন জুনিয়র পিসি সরকার। শুক্রবার সকালে কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে যান প্রখ্যাত এই জাদুকর। তবে কী কারণে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে গেলেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এর আগে একটি চিটফান্ডের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর।সেই দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। চিটফান্ড-কাণ্ডে ২০২১ সালে পিসি সরকারের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল সিবিআই।

সেই সময় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল, একটি রেস্তরাঁ নিয়ে ওই চিটফান্ড সংস্থার সঙ্গে জাদুকরের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই সময় তিনি আমানতকারীদের প্রাপ্য টাকা না দেওয়ায় অভিযুক্ত ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েছিলেন বলেও জানা যায় সিবিআই সূত্রে। চুক্তির বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানতেই তদন্ত করেন সিবিআই আধিকারিকেরা।

Free Access

Related Articles