কলকাতা

সুপ্রিম-রায় এ অনাস্থা প্রকাশ চাকরিহারাদের, পুনর্বিবেচনার দাবি

Jobless express no confidence in Supreme Court verdict, demand reconsideration

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। সোমবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেছেন।

মুখ্যমন্ত্রীর সামনে চাকরিহারারা তাদের একাধিক দাবি-দাওয়া পেশ করেন। সুপ্রিম কোর্ট এই মামলায় যে নির্দেশ দিয়েছে তাতে অনাস্থা প্রকাশ করেছেন চাকরিহারারা। এদিন চাকরিহারারা বলেন সুবিচার পাননি তাঁরা। তাঁরা কোন অন্যায় করেননি, অথচ তাদের চাকরি বাতিল করা হয়েছে। যোগ্য-অযোগ্যের সঠিক বিচার হয়নি। আর তাই সুপ্রিম কোর্টে নতুন করে রিভিউ পিটিশনের আবেদন করেছেন তাঁরা।

এই প্রক্রিয়ায় চাকরিহারাদের পক্ষ থেকে যেমন রিভিউ পিটিশন-এর আবেদন করা হবে তেমনি রাজ্য সরকার রিভিউ পিটিশন করুক সেই দাবি চাকরিহারাদের। এদিন মুখ্যমন্ত্রীর সামনে চাকরিহারারা বলেন, যোগ্য ও অযোগ্য-এর একটা স্বচ্ছ তালিকা তৈরি করা হোক। সেই তালিকা নিয়ে যাওয়া হোক রিভিউ পিটিশানে। আর রিভিউ পিটিশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন করে চাকরির বিজ্ঞপ্তি নয় দাবি জানান চাকরি হারারা। এই কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উপর আস্থা প্রকাশ করেছেন তাঁরা।

Related Articles