কলকাতা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত

Jadavpur University Vice Chancellor Bhaskar Gupta discharged from hospital

Truth Of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত রবিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন। উচ্চ রক্তচাপ ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ের মধ্যে তিনি কোনও রকম চাপ নিতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও সহকর্মীরা তাঁর সুস্থতা কামনা করেছেন এবং দ্রুত তিনি কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।গত সপ্তাহের মঙ্গলবার উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ অনুভব করেন। সে কারণে তাঁর স্ত্রী তাঁকো নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হসপিটালে নিয়ে হাসপাতালে যান। এরপর অসুস্থ উপাচার্যকে ১০ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এবার রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

Related Articles