বেলা বাড়তেই গরম , সন্ধ্যে হলেই শীতের অনুভূতি , ম্যাজিক জানে আবহাওয়া
It gets hotter as the day progresses, but in the evening it feels colder, magic knows the weather.

Truth Of Bengal: আবারও বৃষ্টির পূর্বাভাসের কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে উত্তরের বিভিন্ন জেলাতে। দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে। তবে উত্তরে বৃষ্টির সম্ভাবনা হলেও দক্ষিণে নেই কোন বৃষ্টির সম্ভাবনা।
চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরের ৩ জেলাতে। এই কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সপ্তাহ জুড়ে রাজ্যে পারদের ওঠা নামা চলবে। এখনই আবহাওয়ার বড়সড় কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
চলছে মার্চ মাস, আবহাওয়া দফতর আগে থেকেই জানিয়েছে চলতি মাসের শেষের দিকে দক্ষিণের তাপমাত্রা পৌঁছে যাবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২ দিন ধরে দক্ষিণের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমলেও দোল পূর্ণিমার আগেই ফের একবার পারদ ঊর্ধ্বমুখী বলে আভাস হাওয়া অফিসের। রাত্রে এবং ভোরের দিকে শহর সহ দক্ষিণের জেলাগুলিতে খানিক ঠাণ্ডার আমেজ থাকলেও বেলার দিকে রৌদ্রের ঝলসানি, যার জেরে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ।
গত সপ্তাহে উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এই সপ্তাহ বৃষ্টি থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ। উত্তর বঙ্গের আবহাওয়ার ফের বদল ঘটার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টির সিলসিলা জারি থাকবে পরের সপ্তাহ পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও। দার্জিলিং, জলপাইগু়ড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণে নেই বৃষ্টির সম্ভাবনা। আপাতত মনোরম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণের জেলাগুলিতে।