
The Truth of Bengal: সাতসকালে শহরের ১২টি জায়গায় আয়কর দফতরের হানা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি এবং অফিসের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, এদিন সকালে কৈখালীর দাসপাড়ায় একটি আবাসনের দ্বিতীয় তলে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশির জন্য যান সরকারি আধিকারিকরা।
তবে ফ্ল্যাট বন্ধ থাকায় আয়কর দফতরের আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী কর্মীরা বাইরে অপেক্ষা করছিলেন। সূত্রের খবর, ফ্ল্যাটটি ভিকি জৈন নামে এক ব্যবসায়ীর। ২০২০ সালের মার্চ মাস থেকে ফ্ল্যাটটি বন্ধ। বাসিন্দারা জানান, কাউকেই এই ফ্ল্যাটে আসা-যাওয়া করতে দেখেননি। এদিন
কৈখালি ছাড়াও সল্টলেক, নিউটাউন সহ একাধিক জায়গায় তল্লাশি চানান আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর দফতরের আধিকারিকরা জানান, তল্লাশি এখনও চলছে। তারা সন্দেহভাজন আর্থিক লেনদেনের কোনও নথিপত্র পেলে ব্যবস্থা নেবেন।
Free Access