‘এটা শান্তিপূর্ণ আন্দোলন?’ কসবায় ডিআই অফিসের ঘটনা নিয়ে সরব কুণাল
'Is this a peaceful movement?' Kunal speaks out on the incident at the DI office in Kasba

Truth Of Bengal: চাকরিহারাদের বিক্ষোভ কর্মসূচিতে বুধবার রণক্ষেত্রের আকার ধারণ করে কসবার ডিআই অফিস চত্বর। আর সেইসময় চাকরি ফেরতে চাওয়া আন্দোলনকারীদের উপর সামান্য বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছিল পুলিশ কর্মীরা। অভিযোগ উঠেছে, ঠিক তখনই পুলিশকে আক্রমণ, নিয়ম ভেঙে জোর করে সরকারি অফিসে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। এই নিয়ে এবার সরব হল তৃণমূল কংগ্রস।
কসবায় চাকরি চাইতে এটা শান্তিপূর্ণ আন্দোলন? পুলিশকে বিনা প্ররোচনায় মার শান্তিপূর্ণ? চাকরির এই জটিলতার সঙ্গে ডিআই অফিসে হামলার সম্পর্ক কী? যে সব মিডিয়া পুলিশের অবাঞ্ছিত একটি বিক্ষিপ্ত মুহূর্ত দেখিয়ে বড় বড় কথা বলছে, তারা এই ফুটেজটা, ওই নিরস্ত্র পুলিশটির উপর হামলার ছবিটা… pic.twitter.com/UxlX0kSfRD
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 10, 2025
এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, ‘ কসবায় চাকরি চাইতে এটা শান্তিপূর্ণ আন্দোলন? পুলিশকে বিনা প্ররোচনায় মার শান্তিপূর্ণ? চাকরির এই জটিলতার সঙ্গে ডিআই অফিসে হামলার সম্পর্ক কী? যে সব মিডিয়া পুলিশের অবাঞ্ছিত একটি বিক্ষিপ্ত মুহূর্ত দেখিয়ে বড় বড় কথা বলছে, তারা এই ফুটেজটা, ওই নিরস্ত্র পুলিশটির উপর হামলার ছবিটা দেখাচ্ছেন না কেন? আপনাদের গল্প তৈরিটা ভেস্তে যাবে বলে?’ সেইসঙ্গে তৃণমূল নেতা পুলিশের ওপর হামলা চালানোর এক ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক- অশিক্ষকদের চাকরি বাতিল হয়। এরপরেই তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্দোর থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘যোগ্যদের চাকরি দেওয়ার জন্য আবেদন করা হবে সুপ্রিম কোর্টের কাছে। যদি সুপ্রিম কোর্ট না দেয় সেই অনুমতি তাহলে যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।‘ মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পরেও পথে নেমেছেন চাকরিহারাদের একাংশ।