এটি কি শুধুমাত্র ধর্ষণ নাকি গণধর্ষণ? আর জি কর মামলায় সিবিআইকে প্রশ্ন হাই কোর্টের
Is it just rape or gang rape? HC questions CBI in RG Kar case

Truth of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি করে ধর্ষণ-হত্যা মামলায় পরিবারের দায়ের করা মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাই কোর্টে। সোমবার, শুনানির প্রথম দিনেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইয়ের তদন্ত নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন।
বিচারপতি জানতে চান, “এটি কি ধর্ষণের মামলা, নাকি গণধর্ষণের? যদি এটি গণধর্ষণ হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা?” তিনি আরও প্রশ্ন করেন, “সিবিআইয়ের তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে?”
শুনানির শুরুতেই বিচারপতি সিবিআইকে কঠোর ভাষায় প্রশ্ন করেন, “আপনাদের তদন্তে কি মনে হয়েছে এটি গণধর্ষণের ঘটনা? যদি তা-ই হয়, তাহলে বাকিরা কারা?” তিনি আরও জানতে চান, “এই মামলায় একজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ আনা হয়েছিল? সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত, নাকি আরও কেউ জড়িত? যদি গণধর্ষণের প্রমাণ থাকে, তাহলে বাকি সন্দেহভাজনদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?”
এই মুহূর্তে সিবিআই কী করছে, তাও জানতে চান বিচারপতি। এরপর তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে নির্দেশ দেন, আগামী তিনদিনের মধ্যে মামলার কেস ডায়রি আদালতে জমা দিতে হবে। আগামী ২৮ মার্চ, শুক্রবার মামলার পরবর্তী শুনানি হবে।
এদিন শুনানিতে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলেন, “আমাদের মেয়ের সুবিচারের দাবিতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
এই মামলাটি নতুন মোড় নিচ্ছে, কারণ আদালত তদন্তের গভীরে গিয়ে নতুন দিক খুঁজে দেখতে চাইছে। শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।