পুজোর মুখে গ্যাসের মূল্য বৃদ্ধি, চিন্তায় সাধারণ মানুষ
In the face of puja, gas price increase, common people are worried

Bangla Jago Desk: আর মাত্র ৮ দিনের অপেক্ষা, তার পরেই পুজো। আর তার মাঝেই হঠাৎ গ্যাসের দাম বাড়ায় নাভিশ্বাস বাড়ল সাধারণের। এক লাফে বেড়ে প্রায় ৫০ টাকা বৃদ্ধি পেল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। মঙ্গলবারের পাওয়া খবরে জানা যাচ্ছে, ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৮.৫০ টাকা। ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা ও ৪৭.৫ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পরে টানা তিন মাস বাণিজ্যিক গ্যাসের দাম হু হু করে বেড়েই চলেছে। অক্টোবরে ফের বাড়ল গ্যাসের দাম। তবে পুজোর গন্ধ যখন চারিদিকে, মানুষ আনন্দে ভাসতে যাচ্ছে তার ঠিক আগেই জ্বালানির দাম বেড়ে যাওয়াতে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লো। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮০২.৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৮৫০.৫০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু ৪৮ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে।
৪৭.৫ কেজি গ্যাসের ক্ষেত্রেও কলকাতায় সিলিন্ডার পিছু ১২০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। তবে গৃহস্থের ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও হেরফের হয়নি। হিসেবের নিরিখে জানা যাচ্ছে, গত তিন মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম সব মিলিয়ে ৯৪ টাকা বেড়েছে। পুজোর মুখে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায় ব্যপক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।