বেআইনি অভিযান সিবিআইয়ের, কমিশনে রাজ্যের শাসক দল
Illegal raids by CBI, state ruling party in commission

The Truth of Bengal: দলের ইমেজ নষ্টের চেষ্টা, সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিতে বোমা উদ্ধারের নামে বেআইনি অভিযান চালানোর অভিযোগ রাজ্যের শাসকদলের। এনএসজি কমান্ডা ও রোবট নামিয়ে যুদ্ধক্ষেত্রের নাটক মঞ্চস্থ করার অভিযোগ বিজেপি ও সিবিআইয়ের বিরুদ্ধে।
সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে বোমা উদ্ধারের নাম করে সিবিআই নাটক মঞ্চস্থ করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এনএসজি নামিয়ে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হয়েছে। এর পিছনে অসৎ উদ্দেশ্য ছিল বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। আসানসোলে নির্বাচনী জনসভা থেকে এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মন্তব্য, চকলেট বোমা ফাটলেই সিবিআই-এনআইএ চলে আসে। আর বিজেপি নেতার ঘরে বোমা মজুত হচ্ছে।
একটা ছোট ঘটনাকে জাতীয় পর্যায়ে নিয়ে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক কমিশন এই দাবি জানানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে তৃণমূল। এই চিঠিতে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে বাংলার তিনটি লোকসভা কেন্দ্র দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে নির্বাচন চলাকালীন রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। যখন নির্বাচন চলছে তখন সিবিআই ইচ্ছাকৃতভাবে সন্দেশখালীর একটি ফাঁকা জায়গায় একটি বেআইনি অভিযান চালায়। ওই চিঠিতে তৃণমূলের তরফ থেকে এও বলা হয়েছে এই ধরনের অভিযান চালানোর আগে রাজ্য পুলিশকে কোন ভাবে কিছু জানানো হয়নি। যেখানে আইন-শৃঙ্খলা রাজ্যের পরিধির মধ্যে পড়ে সেখানে রাজ্যকে না জানিয়ে এই ধরনের অভিযান চালানো হয়। এমনকি সেখানে অভিযানে ডাকা হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোদের। সিবিআই যদি মনে করতো রাজ্যের স্কোয়াড সাহায্য করতে পারত।