কলকাতা
Trending

বিধাননগরে অবৈধ পার্কিংয়ের অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস পুলিশ কমিশনারের…

Illegal parking in Bidhannagar, Commissioner of Police assured to investigate...

The Truth Of Bengal: বিধাননগরে একাধিক জায়গায় অবৈধ পার্কিংয়ের অভিযোগ। পুলিশের নো পার্কিং লেখা জায়গাতেও পার্কিং ফি নেওয়া নেওয়ার অভিযোগ।বিধাননগরের একাধিক জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য ফি নেওয়া হয়, বিধানগর পৌরনীগমের পক্ষ থেকে কয়েকটি সংস্থাকে এই কাজের টেন্ডার দেওয়া হয়েছে। অভিযোগ ফি পার্কিং জোন নয় এমন জায়গা থেকেও অবৈধভাবে নেয়া হচ্ছে পার্কিং ফি। এমনকি বিধান নগর পুলিশের নো পার্কিং লেখা জায়গা থেকেও পার্কিং ফি তোলার অভিযোগ। বিধান নগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বিধান নগরের EZCC সংলগ্ন মাঠ বাজারের উল্টো দিকের পুরো বিধান নগর পুলিশের নো পার্কিং লেখা বোর্ড লাগানো রয়েছে তারপরেও রুমা ট্রাভেলস নামে একটি সংস্থা সেখান থেকেই পার্কিং ফি নিচ্ছে। নো পার্কিং জায়গা থেকে পার্কিং ফি নেওয়ার কারণ হিসাবে সংবাদ মাধ্যমের সামনে পার্কিং ফি নিতে আসা ব্যক্তি সরাসরি দাবি করে স্থানীয় দলীয় ওয়ার্ড অফিস থেকে সবকিছু জেনে নিতে হবে।

যদিও সেই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার কে এ বিষয়ে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কাগজ দেখতে চাইছে বলেন পারকিং ফি নেয়া ঐ ব্যক্তির কাছে বৈধ কাগজ দেখতে চাওয়ার পরামর্শ দেন সাংবাদিকদের। রুমা ট্রাভেলসের কর্মকর্তা কেশব দত্তকে ফোন করে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তারপরেও তার ম্যানেজারকে কাগজ নিয়ে পাঠাবেন। যদিও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরেও দেখা মেলেনি সেই ট্রাভেলস এর ম্যানেজার বা অন্য কর্মকর্তাদের।

Free Access

Related Articles