শহরের পুরনো বেআইনি বাড়ি ধ্বংস নিয়ে আইন সংশোধন, কড়া নজর পুরসভার
Illegal demolition of old houses in the city

The Truth of Bengal: কলকাতার বেআইনি কাজ রুখতে পুরসভার কড়া নজর রয়েছে। এবার আরও নজরদারি বাড়ছে।ইতিমধ্যে বেআইনি বাড়ি ধ্বংসের কাজেও নেমেছে পুরপ্রশাসন। একবছরে প্রায় ১২০০ বেআইনি বাড়ি ভাঙা হয়েছে। সব থেকে বেশি বাড়ি ভাঙা হয়েছে ১৬, ৩, ৪, ৫, ৬, ৯ নম্বর বরোয়। বর্তমানে আরও ৬৪০টি’র মতো বেআইনি বাড়ির তালিকা বানানো হয়েছে। বেআইনি বাড়ি ধ্বংসের আইন সংশোধন করবে কলকাতা পুরসভা। বাম আমলের বেআইনি কাজে লাগাম টানতে পুরপ্রশাসন যে সজাগ ভূমিকা নিচ্ছে তাও মেয়র স্পষ্ট করেছেন।
বেআইনি বাড়ি ভাঙতে চারটি ডিমলিশন স্কোয়াড তৈরি হয়েছে। ঠিকাদার সংস্থার লোকেরাই বাড়ি ভাঙার কাজ করেন। তার জন্যে পে-লোডারের মতো যন্ত্রপাতিও ব্যবহার করা হয়। খরচও হচ্ছে দেদার। বেআইনি বাড়ি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যাঁরা ফ্ল্যাট কিনছেন, তাঁদের ভেবেচিন্তেই ফ্ল্যাট কেনা উচিত। সে জন্যে অফিসারদের বলেছি, যাতে ফ্ল্যাট বিক্রির আগেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া যায়। পুলিশকেও এ ব্যাপারে নির্দেশ দেওয়া রয়েছে।’
বেআইনি নির্মাণ একটি সামাজিক ব্যধি।বেআইনি নির্মাণও পুকুর ভাড়াটের ফলে সামাজিক ব্যবস্থা এবং অর্থসামাজিক উন্নয়ন থমকে যাচ্ছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। তাই কলকাতার পরিবেশের ভারসাম্য থেকে সামাজিক বিকাশের কথা মাথায় রেখে পুরপ্রশাসন সচেতনতার প্রচার জোরদার করতে চায় বলে মহানাগরিক বার্তা দিয়েছেন।