অন্যায় করলে কাউকে ছাড়ব না, সভামঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার
I will not leave anyone if I do wrong, warns Mamtar from the forum

The Truth of Bengal: ‘কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেব’। ধর্মতলার সভামঞ্চ থেকে বিধায়ক, কাউন্সিলর, সাংসদ, নেতানেত্রীর উদ্দেশে এমন হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘যেন কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেব। আমি চাই আপনারা গরিব থাকুন। তার মানে ঘরে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই। আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই।’
অন্যায় করলে কাউকে ছাড়ব না বলেও এদিন দলের কর্মীদের হুঁশিয়ারি দেন মমতা। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না। গ্রেফতার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। আমি পরিষ্কার বলছি, মা-বোনেদের সম্মান দেবেন। দুর্নীতির সঙ্গে আপোষ নয়। মানুষকে যারা পরিষেবা দেবে না তাঁদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।‘
দুর্নীতির সঙ্গে আপস নয়। মানুষকে যারা পরিষেবা দেবে না তাঁদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই বলে জানালেন মমতা। তিনি বলেন, ‘সাংসদদের বলছি কারও বিরুদ্ধে যেন কোনও অভিযোগ না পাই। অভিযোগ পেলে দল কড়া ব্যবস্থা নেবে। লোভ করবেন না। যা আছে তা নিয়ে থাকুন। অন্যায় করলে তৃণমূলকেও ছাড়ি না।‘
এদিন সভা থেকে মমতা বলেন, ‘কারও চাকরি যাবে না। ওবিসি সার্টিফিকেট নিয়েও লড়াই করছি আমরা। ২ কোটির বেশি ওবিসি সার্টিফিকেট দিয়েছি আমরা।‘