‘আমি শকড’! আম্বেদকর ইস্যুতে শাহের মন্তব্যের কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর
'I am shocked'! CM strongly criticizes Shah's comments on Ambedkar issue

Truth of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য ঘিরে বিতর্কে উত্তাল রাজধানী দিল্লি। বুধবার রাজ্যসভায় তাঁর বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার সকালে বাবাসাহেব আম্বেদকরের পরিবার এই বিষয়ে মুখ খোলে। আম্বেদকরের পৌত্র তথা প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকর তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারির উদ্যোগ প্রশংসনীয়।”
এদিন বিকেলে কলকাতায় বড়দিনের উৎসবের সূচনায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শাহের মন্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “আম্বেদকর নিয়ে এমন মন্তব্য শুনে আমি শকড।” এক লাইনের এই মন্তব্যে তাঁর অসন্তোষ স্পষ্ট হয়ে যায়।
অন্যদিকে, বিতর্কের প্রেক্ষিতে অমিত শাহ এক বিবৃতিতে জানান, “আমার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। আমি এমন একটি দলের প্রতিনিধি, যারা আম্বেদকরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। বরং কংগ্রেস আম্বেদকরকে ভারতরত্ন দিতে অস্বীকার করেছিল। তাঁদের শাসনে অম্বেদকরের মূর্তি নির্মাণেও বাধা দেওয়া হয়েছিল। আমাদের সরকারই ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করেছে।”
দিল্লি থেকে কলকাতা পর্যন্ত অমিত শাহের বক্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। তৃণমূলের পদক্ষেপ, মমতার কড়া প্রতিক্রিয়া, এবং শাহের সাফাই ঘিরে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে।