‘আমিও রাস্তায় নেমে ফাঁসির সাজা চেয়েছিলাম’, আরজি কর মামলায় আর কি বললেন মুখ্যমন্ত্রী
'I also went out on the streets and demanded the death penalty', what else did the Chief Minister say in the RG tax case?

Truth Of Bengal: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় দোষীকে শাস্তির ঘোষণা আর সময়ের অপেক্ষা। অধিকাংশ মানুষ চান, দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সোমবার সাজা ঘোষণার আগে জেলা সফরে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি আবারও জানান। তিনি সাংবাদিকদের বলেন, “ফাঁসির সাজা হোক, এটা সবাই চান। আমি তো প্রথমেই রাস্তায় নেমে ফাঁসির দাবি তুলেছিলাম। সবাই নেমেছিল। আগে কয়েকটি ধর্ষণ-খুন মামলায় দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ ভালো কাজ করেছে, তবে বিচারকদের সাজা ঘোষণায় কিছু সময় নেন। তাঁরা সব দিক খতিয়ে দেখে রায় দেন।”
গত বছরের ৯ আগস্ট আর জি কর এলাকায় ঘটে যাওয়া নৃশংস ঘটনাটি নিয়ে মৃত চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়ে সুবিচারের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি পুলিশের কাছে অভিযুক্তদের গ্রেফতার সময়সীমা নির্ধারণ করতে বলেছিলেন এবং দ্রুত বিচার চেয়েছিলেন। এরপর সিবিআই ঘটনার তদন্তভার গ্রহণ করে, দ্রুত তদন্ত শেষ করে দোষী সঞ্জয় রায়কে ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী ও মহিলা তৃণমূলের সদস্যরা।
এখন ১৬৪ দিন পর, দোষী সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করা হবে। তার শাস্তি হতে পারে ফাঁসি অথবা যাবজ্জীবন কারাবাস। সাজা ঘোষণার আগে, মুখ্যমন্ত্রী একবার আবার মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাজ্যে বেশ কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড হয়েছে। পুলিশ ভালো কাজ করেছে। সাজা কী হবে, সেটা নির্ভর করছে কিভাবে মামলা সাজানো হয়েছে। বিচারকদের সাজা ঘোষণা করতে একটু সময় লাগে, কারণ তাঁরা সব দিক খতিয়ে দেখে রায় দেন।”
এদিন, মুখ্যমন্ত্রী চারদিনের জেলা সফরে রওনা হয়েছেন। তিনি মুর্শিদাবাদে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং পরে মালদহ, আলিপুরদুয়ার এবং কোচবিহারে যাবেন।