কলকাতা
Trending

নিউটাউনের ইকোস্পেসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর, তদন্তে বিধাননগর থানার পুলিশ…

Housewife committed suicide by jumping from high floor in Ecospace of Newtown,

The Truth Of Bengal: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর। ঘটনাটি ঘটে নিউটাউনের ইকোস্পেসে।১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কবিতা কাউর নামে এক গৃহবধূ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

নিউটাউনের ইকোস্পেস এর কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কবিতা কাউর  নামে এক গৃহবধূর। গভীর রাতে নিউ টাউনের এই বিলাসবহুল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।

তদন্তে জানা যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল প্রায় এক বছর ধরে। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন গতকাল রাতের বেলা আচমকা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে অই গৃহবধূ। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সমস্ত ঘটনার খতিয়ে দেখা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে।

Free Access

Related Articles